parbattanews

বাজার করে করোনা আক্রান্তের বাড়িতে পৌঁছে দিলেন নাইক্ষ্যংছড়ি ইউপি চেয়ারম্যান 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের মহাজনঘোনা এলাকায় এক শ্রমজীবী যুবকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর তার বাড়িটি লকডাউন করে উপজেলা প্রশাসন।

ফলে পরিবারের কোন সদস্য বাসার বাইরে যেতে পারছেন না। এই অবস্থায় ওই পরিবারের পাশে দাঁড়িয়েছেন সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার ইমন। উপহার হিসেবে তিনি নিজেই ওই করোনা আক্রান্ত রোগীর বাড়িতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন।

সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন জানান, সদর ইউনিয়নের মহাজনঘোনা এলাকার বাসিন্দা মো. কালু কয়েকদিন আগে করোনা আক্রান্ত হয়ে নিজ বাড়িতে থেকে সরকারি নির্দেশনা মানছে। সে পেশায় একজন শ্রমিক।

শনিবার (২৭জুন) বিকেলে তিনি জানতে পারেন, ওই ব্যক্তির বাড়িতে বাজার নেই। এই সংবাদ পেয়ে বাজার থেকে তরি-তরকারী ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য নিজেই কিনে পৌঁছে দেন তিনি।

চেয়ারম্যান আবছার আরও জানান, করোনার সংক্রমণ ও লকডাউনের কারণে এমন অনেকে কাজকর্ম করতে পারছে না। এসব মানুষের পাশে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Exit mobile version