parbattanews

বাটলারকে আউট করে ম্যাচে ফিরলো পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। টস হেরে ব্যাট করতে নেমে ধুন্দুমার লড়াই হওয়ার রান করতে পারেনি পাকিস্তান। ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে কেবল ১৩৭ রান।

ইংল্যান্ডের যে ব্যাটিং লাইনআপ, তাতে এই ১৩৭ রান তাদের সামনে খুব বেশি বড় কিছু নয়। যদিও পাকিস্তানের সবচেয়ে বড় ভরসার নাম তাদের বোলিং। সে অনুযায়ী শুরুটাও করেছিলেন শাহিন শাহ আফ্রিদি। দুর্দান্ত এক ইয়র্কারে বোল্ড করে দেন অ্যালেক্স হেলস।

তবে জস বাটলার ছিলেন ভয়ঙ্কর। নাসিম শাহকে এক ওভারেই তিনবার বাউন্ডারির বাইরে পাঠান। এর মধ্যে পিল সল্টকেও ফিরিয়ে দিয়েছেলেন হারিস রউফ। কিন্তু জস বাটলার ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছিলেন।

শেষ পর্যন্ত হারিস রউফের বলেই পরাস্ত হলেন বাটলার। ১৭ বলে ২৬ রান করে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। ইংল্যান্ড অধিনায়ক যখন আউট হলেন, তখন তাদের রান ৫.৩ ওভারে ৪৫।

এ রিপোর্ট লেখার সময় ৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৪ রান সংগ্রহ করেছে ইংলিশরা। ৩ রান নিয়ে বেন স্টোকস এবং ৭ রান নিয়ে ব্যাট করছেন হ্যারি ব্রুকস।

Exit mobile version