parbattanews

বান্দবানে জেএসএসকে প্রতিহতের ঘোষণা আ.লীগের

Bandarban pic- 17.7

স্টাফ রিপোর্টার:

পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করতে সন্তু লারমার লেলিয়ে দেয়া জেএসএস সন্ত্রাসীদের কর্মকাণ্ডকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বান্দরবান জেলা আওয়ামী লীগ। রোববার অপহৃত আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মং পু মারমা’র অপহরণের প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে জেলা শ্রমিক লীগ আয়োজিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বক্তরা এ ঘোষণা দেন। এর আগে বিক্ষোভ মিছিলটি প্রেস ক্লাব থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক ও মারমা অধ্যুাষিতপাড়া ঘুরে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে এসে শেষ হয়। পরে সেখানে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, পাহাড়ে সন্তু লারমার লেলিয়ে দেয়া জেএসএস সন্ত্রাসীদের কর্মকাণ্ডকে প্রতিহত করা হবে। যেখানে জেএসএস সন্ত্রাসী কর্মকানণ্ড ও চাঁদাবাজি চালাবে সেখানে প্রতিরোধ করা হবে। বক্তারা আরো বলেন, আওয়ামী লীগ নেতা মং পুকে অপহরনের এক মাস পেরিয়ে গেলেও তার কোন সন্ধ্যান পাওয়া যাচ্ছে না। অপহৃত মংপু’র নিঃশর্ত মুক্তির দাবি করেন এবং অপহরণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

জেলা শ্রমিক লীগের আহ্বায়ক আবু মুছার সভাপতিত্বে সমাবেশে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, একেএম জাহাঙ্গীর, সংগঠনিক সম্পাদক ক্যসা প্রু, অজিত দাশ, মোজ্জামেল হক বাহাদুর, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক সামশুল ইসলাম, শ্রমিক নেতা মিলন পালসহ দলীয় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

Exit mobile version