“শনিবার বিক্ষোভ মিছিলের পর বান্দরবানের বিভিন্ন স্থান থেকে চার বিএনপি নেতাকে আটক করে পুলিশ। ”

বান্দরবানের চার বিএনপি নেতা কারাগারে

fec-image

বান্দরবানের পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আটককৃত চার বিএনপি নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার (১৬জুন) বিকালে বান্দরবান চিফ জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট (আমলী) আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক মো. হাসান এই নির্দেশ দেন।

তারা হলেন- বান্দরবান জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মো. ওসমান গণি, সদর উপজেলা বিএনপি নেতা সারওয়ার জামাল, পৌর ছাত্রদল নেতা আকবর হোসেন মুন্না ও সদর উপজেলা যুবদল নেতা হেলাল হোসেন।

এরআগে শনিবার বিক্ষোভ মিছিলের পর বান্দরবানের বিভিন্ন স্থান থেকে চার বিএনপি নেতাকে আটক করে পুলিশ। পরে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে জিআর ১০/১৯ নং মামলা রুজু করেন বাদী বান্দরবান সদর থানার পিএসআই প্রিয়েল তালিব। মামলায় ১৫জন এজাহারভুক্তসহ ৭০-৮০জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এদিকে মামলা চলাকালীন বান্দরবান জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভিড় জমান বিএনপির নেতাকর্মীরা। এসময় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি সাচিং প্রু জেরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজাসহ বিএনপির সিনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন