parbattanews

বান্দরবানের ঝর্ণায় নিখোঁজ বগুড়ার অধ্যাপক তৌফিক সিদ্দিকী’র মৃতদেহ উদ্ধার

bandarban-pic-18-9

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবানের রুমার রিজুক ঝর্ণায় সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ পর্যটক অধ্যাপক তৌফিক সিদ্দিকীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে ঝর্ণা থেকেই তার লাশ উদ্ধার করে দমকল বাহিনী।

গত শনিবার বিকেলে ঝর্ণায় সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হন বগুড়ার আজিজুল হক কলেজের বাংলা বিভাগের অধ্যাপক তৌফিক সিদ্দিকী (৪৮)।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, রিজুক ঝর্ণার পানিতে যেখানে নিখোঁজ হয়েছিলেন শিক্ষক, সেই ঘটনাস্থলেই মৃতদেহটি পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্ত জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জানা গেছে, শনিবার বগুড়া আজিজুল হক কলেজের বাংলা বিভাগের শিক্ষক তৌফিক সিদ্দিকী তার পরিবারসহ ১৭ জন জেলার রুমা উপজেলার দর্শনীয় স্থান রিজুক ঝর্ণা ভ্রমণে যান। ঝর্ণায় গোসল করতে নেমে সাঁতার কাটার সময় পানিতে ডুবে নিখোঁজ হন তিনি। খবর পেয়ে স্থানীয় সেনাবাহিনী, পুলিশসহ স্থানীয়রা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও শনিবার তাকে উদ্ধার করতে পারেনি।

Exit mobile version