parbattanews

 বান্দরবানের তিন উপজেলা লক ডাউন

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বান্দরবানের তিনটি উপজেলাকে লক ডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। উপজেলাগুলো হলো নাইক্ষ্যংছড়ি, আলীকদম ও লামা।

ওষুধের দোকান ও প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া অন্যান্য দোকানপাট বন্ধ রাখার পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলা সমূহে কেউ প্রবেশ ও বাহির না হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পার্শ্ববর্তী চকরিয়া উপজেলায় করোনা আক্রান্ত রোগী সনাক্ত হওয়ায় মঙ্গলবার(২৪ মার্চ) রাতে সংশ্লিষ্ট উপজেলায় এই সিদ্ধান্ত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম। তিনি জানান-পাশের চকরিয়া উপজেলায় করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। ফলে পরিস্থিতি মোকাবেলায় নাইক্ষ্যংছড়ি, আলীকদম ও লামা উপজেলাকে লক ডাউন ঘোষণা করা হয়েছে।

এরআগে দুপুরে বান্দরবান জেলা শহরে সেনাবাহিনীর টহল দল মোতায়েন করা হয়। তারা করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে স্থানীয় প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি করোনা প্রতিরোধে সচেতনতামূলক মাইকিং ও লিপলেট বিতরণ করেছেন।

উল্লেখ্য, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও আলীকদম উপজেলা দুটি মিয়ানমার সীমান্তবর্তী উপজেলা।

Exit mobile version