parbattanews

বান্দরবানের তিন শিক্ষা প্রতিষ্ঠানকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাস প্রদান

নিজস্ব প্রতিবেদক:
বান্দরবান জেলা সদরের তিনটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রদত্ত তিনটি বিআরটিসি বাসের চাবি সোমবার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষদের কাছে চাবি হস্তান্তর শেষে বাস তিনটির উদ্বোধনও করা হয়।

সোমবার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর বান্দরবান রাজার মাঠে এসব বাসের চাবি হস্তান্তর ও উদ্বোধন করেন। এ সময় বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমদ চৌধুরী, জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য, পৌর মেয়র জাবেদ রেজা এবং বান্দরবান সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, ২০১২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বান্দরবান সফরকালে এ তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য তিনটি বাস প্রদানের ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণা মতে রবিবার চট্টগ্রাম বিআরটিসি ডিপোতে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এ তিনটি বিআরটিসি বাস প্রধানমন্ত্রীর পক্ষে গ্রহণ করেন এবং সোমবার বান্দরবানে বাসগুলোর চাবি হস্তান্তর ও উদ্বোধন করেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর।

Exit mobile version