parbattanews

থানচিতে এ্যাক্টিভেশন ক্যাম্পেইন সভা

Bandarban pic-25.7.2016 (2)

স্টাফ রিপোর্টার:

বান্দরবানের থানচি উপজেলায় এ্যাক্টিভেশন ক্যাম্পেইন সভা অনুষ্টিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তত্বাবধানে ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের উদ্যোগে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান-কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে থানছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. গাজী মো. এমরান হোসেন।

প্রধান অতিথি বলেন, দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি ক্লিনিক স্থাপন হওয়ায় প্রান্তিক জনগোষ্ঠীরা স্বাস্থ্য সেবার আওতায় এসেছে। জনগণ বাড়ির কাছেই নিরাপদ মাতৃত্ব, নবজাতকের যত্ন, পরিবার পরিকল্পনা গ্রহণসহ স্বাস্থ্য বিষয়ে সব ধরনের সেবা ও বিনামুল্যে ওষুধ পাচ্ছেন। ফলে মাতৃ মিত্যুর ঝুকি অনেকাংশে কমে এসেছে। প্রধানমন্ত্রীর এই উদ্যোগে জনগণক কমিউনিটি ক্লিনিক থেকে চিকিৎসা সেবা প্রহনে আগ্রহী করেছে।

এ সময় থানচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, বলিপাড়া ইউপি চেয়ারম্যান বাশৈচিং চৌধুরী, স্বাস্থ্য পরিদর্শক আক্তার আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Exit mobile version