parbattanews

বান্দরবানের দুটি বাজার খোলা জায়গায় স্থানান্তরের নির্দেশ জেলা প্রশাসনের

চলমান করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রতিদিন নানা উদ্যোগ ও কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে বান্দরবানের প্রশাসন। এরই অংশ হিসেবে বাজার করতে আসা ক্রেতাদের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে শহরের বড় দুটি বাজার খোলা জায়গায় স্থানান্তরের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসন।

সোমবার (১৩ এপ্রিল) সংশ্লিষ্টদের এই নির্দেশ দিয়েছেন বান্দরবান জেলা প্রশাসন। আর এই নির্দেশের পর মঙ্গলবার থেকে বান্দরবান পৌরসভার সবজি ও মাংসের বাজার রাজার মাঠে এবং বালাঘাটা বাজার বসানো হবে বিলকিস বেগম উচ্চ বিদ্যালয় মাঠে। বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন।

তিনি জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় হাট-বাজারগুলোতে ক্রেতা-বিক্রেতাদের সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয়-বিক্রয় করা প্রয়োজন। তাই সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বাজার দুটি স্থানান্তরের জন্য বলা হয়েছে। এদিকে বাজারের কিছু ব্যবসায়ী এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন। তবে সচেতন নাগরিক সমাজ প্রশাসনের এই সীদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।

Exit mobile version