বান্দরবানের নির্বাচন নিয়ে বেকায়দায় বিএনপি

Bandarban Election  sodor 2.3

স্টাফ রিপোর্টার:

বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, থানছি ও লামা উপজেলায় সমঝোতার সুফল পেলেও ১৫ মার্চ তৃতীয় দফায় বান্দরবান সদর উপজেলা নির্বাচনে জনসংহতি সমিতি চেয়ারম্যান পদে প্রার্থী দেওয়ায় বেকাদায় পড়েছে বিএনপি। চুক্তি ভঙ্গ করে চেয়ারম্যান পদে জেএসএস প্রার্থী দেওয়ার অভিযোগ বিএনপি নেতৃবৃন্দের।

বিএনপির একাধিক সূত্রে জানা যায়, ২য় দফা উপজেলা নির্বাচনে রুমা, রোয়াংছড়ি, থানছি এবং লামায় জনসংহতি সমিতির সাথে সমঝোতা করে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদ ভাগাভগি করে পেলেও স্বস্তিতে নেই বিএনপি। একদিকে বান্দরবান সদর উপজেলায় জেএসএস চুক্তি ভঙ্গ করে প্রার্থী দিয়েছে, অন্যদিকে বান্দরবান সদর ও আলীকদম উপজেলায় চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী থাকার বিষয়টিও ভাবিয়ে তুলেছে দলটিকে।

এবিষয়ে একধিক বিএনপি নেতা জানান, বান্দরবানে জেরী-ম্য মাচিং ( মামী-ভাগ্নির) বিরোধের কারণে বান্দরবান সদর ও আলীকদম উপজেলা নির্বাচনে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদগুলো হারার সম্ভাবনা দেখা দিয়েছে। বিএনপির এ দু’নেতার বিরোধ মেটানো না গেলে বান্দরবান ও আলীকদমে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদ হাতছাড়া হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। দলের বিরোধ মেটাতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বিএনপি।

তারা বলেন, জেলা বিএনপির সভাপতি চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের দলীয়ভাবে মনোনয়ন দেয়ায়  অন্য দিকে বিএনপির কেন্দ্রীয় নেত্রী ঐসব উপজেলায় বিএনপির বিদ্রোহী প্রার্থী মনোনয়ন দিয়েছে। যেমনটি দিয়েছেন লামা উপজেলা নির্বাচনে। ঐ নির্বাচনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী সেতারা আহম্মদ মাত্র ৯৪৬ ভোট পেয়ে প্রশ্নবিদ্ধ করেছে বিএনপির কেন্দ্রীয় উপজাতীয় বিষয়ক নেত্রীকে।

জানাগেছে, বান্দরবান সদর উপজেলায় বিএনপি (জেরী) সমর্থীত প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দছ (মোটর সাইকেল) এবং আলীকদমে আবুল কালাম (দোয়ত কলম) প্রতীক নিয়ে লড়ছেন। অন্যদিকে বিএনপি (ম্যমাচিং) সমর্থীত সদর উপজেলায় জাহাঙ্গীর আলম দোয়াত কলম এবং আলীকদমে (বর্তমান আলীকদম উপজেলা বিএনপির সদস্য) বিএনপি বিদ্রোহী প্রার্থী ফরিদ আহম্মদ (মটর সাইকেল) প্রতীক নিয়ে প্রচারণা চালিয়ে যাছেন।

উপজেলা নির্বাচনের চট্টগ্রাম বিভাগীয় প্রধান সমন্বয়ক আবদুল্লাহ আল নোমান কর্তৃক চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি আব্দুল কুদ্দুছ এবং আলীকদমে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক মো. আবুল কালামের নাম ঘোষনা করার কথা জানিয়েছেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ন সম্পাদক মুজিবুর রশিদ।

একই সাথে সদর উপজেলায় উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ক্য হ্লা উ চৌধুরী এবং আলীদকমে বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার শিরিন। অন্যপদ দুটি সমমনা দলকে ছেড়ে দেওয়ার  কথা জানান তিনি।

অন্যদিকে বান্দরবান সদর উপজেলার নির্বাচন জমে উঠেছে। প্রার্থীদের প্রচার প্রচারনায় মুখরিত হয়ে উঠেছে শহর থেকে ইউনিয়নের পাড়াগুলো। বিকেলে হলে প্রার্থীদের মাইকিং এর আওয়াজে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ জনগন। শহর ও আশেপাশের এলাকায় প্রার্থীদের পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে। প্রার্থীদের চোখে ঘুম নেই রাত-দিন সমান তালে সময়ে অসময়ে গন-সংযোগ বা উঠান বৈঠক চালিয়ে যাচ্ছে।

একাধিক ভোটারদের সাথে আলাপে জানা যায়, স্থানীয় নির্বাচনে দলের প্রভাব কম থাকে। এখানে দলের চেয়ে ব্যাক্তি ইমেজকেই প্রাধান্য দেয়া হয়ে থাকে। সময়ে অসময়ে কোন প্রার্থী কার উপকার বা উন্নয়নে কি ভুমিকা রাখবে সে হিসাব কষছে ভোটাররা। সব দলের কর্মীরা সচেতন। দলের চাপে দলীয় প্রার্থীর পক্ষে কর্মীরা কাজ চালিয়ে গেলেও ভোট দিতে যোগ্য প্রার্থীকে ভোট দিবেন বলে জানিয়েছে বিভিন্ন দলের একাধিক কর্মী।

বান্দরবানের সদর উপজেলায় আওয়ামীলীগ, বিএনপি, জেএসএস প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছে। নির্বাচন অফিস ও রাজনৈতিক দলের সূত্রে জানা যায়, বান্দরবান সদর উপজেলায় চেয়ারম্যান পদে চার জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী  উপজেলা নির্বাচনে অংশ নিয়েছে।

বান্দরবান সদর উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত আব্দুল কুদ্দুছ (মোটর সাইকেল) বিএনপি বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলম (দোয়াত কলম), আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ক্য সা প্রু মারমা (ঘোড়া), জনসংহতি সমিতি (জেএসএস) সমর্থিত উইন মং জলি (আনারস) প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থীত ক্যহ্লাউ চৌধুরী (তালা), আওয়ামীলীগ সমর্থিত জামাল উদ্দিন চৌধুরী (উড়োজাহাজ) এবং মহিলা ভাইস চেয়াম্যান পদে আওয়ামীলীগ সমর্থীত তিংতিং ম্যা (ফুটবল) জনসংহতি সমিতির ওয়াইচিং প্রু মারমা (সলাই মেশিন) প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন।
 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন