parbattanews

বান্দরবানের ফাইতং ইউনিয়নে ৪৫৭ রোহিঙ্গা ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ

অনিয়ম

লামা প্রতিনিধি:

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে ৪৫৭ জন রোহিঙ্গা ভোটারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রোববার ইসি’র সিনিয়র সহকারী সচিব মাহফুজা আক্তার স্বাক্ষরিত চিঠিতে বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ভোটার তালিকায় রোহিঙ্গা থাকার অভিযোগ তদন্ত করে সংশ্লিষ্ট উপজেলা নিবার্হী অফিসার ও রেজিষ্টারকে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠাতে বলা হয়।

চিঠিতে বলা হয়েছে ফাইতং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ৩৯ জন, ৫ নং ওয়ার্ডে ০৯ জন, ৬নং ওয়ার্ডে ৩৫ জন, ৮ নং ওয়ার্ডে ২৪২ জনসহ মোট ৪৫৭ জন রোহিঙ্গা ভোটার রয়েছে বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা হেলাল উদ্দিন।

চিঠিতে আরো বলা হয়, হেলাল উদ্দিন এ বিষয়ে হাইকোর্টে রিট করলে উক্ত বিভাগ গত ১২ এপ্রিল প্রধান নির্বাচন কমিশনার বরাবর দাখিল  করা উল্লেখিত আবেদন আইন অনুসারে নিস্পত্তির আদেশ দেন।

এ অবস্থায় অভিযোগটির বিষয়ে তদন্ত করে জরুরি ভিত্তিতে প্রতিবেদন পাঠানোর জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা গেল ও চিঠির অনুলিপি বান্দরবান জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর ও পাঠানো হয় বলে চিঠিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল সিইসি বরাবর ফাইতং ইউনিয়নের বড় মুসলিম পাড়ার বাসিন্দা হেলাল উদ্দিন অভিযোগটি করেন।

Exit mobile version