parbattanews

বান্দরবানের বাইশারীতে অনিবন্ধিত মিয়ানমার নাগরিক শুমারির তালিকা প্রনয়নে চরম অনিয়মের অভিযোগ

kkk

বাইশারী প্রতিনিধি:
পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে অনিবন্ধিত মিয়ানমার নাগরিক শুমারির তালিকা প্রনয়নে চরম দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে।

জানা িযায়,গত ৭মাস পূর্বে অনিবন্ধিত মিয়ানমার নাগরিক শুমারির তালিকা প্রনয়নে সাবেক চেয়ারম্যান মনিরুল হক ও তার ওয়ার্ড পর্যায়ের স্থানীয় চৌকিদারগণের যোগসাজসে গণনাকারীর উপর অবৈধভাবে প্রভাব বিস্তার করে প্রকৃত বাংলাদেশী পরিবারকে মিয়ানমার নাগরিক হিসেবে চিহিৃত করে খানা তালিকা প্রনয়ন করে।

গত ৮দিন পূর্বে শুরু হওয়া অনিবন্ধিত মিয়ানমার নাগরিক শুমারী-২০১৬ এর শুমারী গননাকারীগণ পূর্বে তৈরীকৃত খানা তালিকা নিয়ে ওয়ার্ড পর্যায়ে শুমারী করতে গিয়ে বাধাঁ ও নানান সমস্যার সৃষ্টির সম্মুখীন হতে হচ্ছে।

বর্তমান শুমারী কাজে নিয়োজিত কর্মীগন বলেন,পূর্বে তৈরীকৃত ভুলে ভরা খানা তালিকা নিয়ে অনিবন্ধিত মিয়ানমার নাগরিক শুমারি করতে হিমশিম খেতে হচ্ছে ।

স্থানীয়রা জানান,সাবেক চেয়ারম্যান মনিরুল হকের লালিত সন্ত্রাসী বহু মামলার আসামী নারিচবুনিয়া পূর্ণবাসন পাড়ার শামশুল হকের পুত্র জালাল,৯নং ওয়ার্ডের স্থানীয় চৌকিদারসহ তার লালিত বাহিনী দিয়ে পূর্বে তৈরীকৃত মিয়ানমার নাগরিক সনাক্তকরণের তালিকা প্রনয়নে ব্যক্তিগত আক্রোশ,রাজনৈতিক হয়রানি বশত প্রকৃত বাংলাদেশী নাগরিকদেরকে মিয়ানমার নাগরিক হিসেবে চিহিৃত করে। যার কারনে আমরা হয়রানির শিকার হচ্ছি।

স্থানীয়রা আরো জানান,বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর,শুমারী প্রকল্প অফিসারের বরাবরে অভিযোগের প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে অনেকে মৌখিক ভাবে বর্তমান চেয়ারম্যান মো:আলম কে বিষয়টি জানিয়েছেন।

বর্তমান নব নির্বাচিত চেয়ারম্যান মো:আলম জানান, মিয়ানমার নাগরিক শুমারির পূর্বে প্রনয়নকৃত তালিকায় প্রকৃত বাংলাদেশীদেরকে মিয়ানমার নাগরিক হিসেবে খানায় অন্তভুক্ত করা হয়েছে। বিষয়টি অত্যন্ত দু:খ জনক ব্যাপার। তিনি আরো জানান,বিষয়টি সম্পর্কে প্রকল্প অফিসারের সাথে আলাপ হয়েছে।

এলাকাবাসীর দাবি ,সঠিক ভাবে তদন্ত পূর্বক শুমারী অনিবন্ধিত মিয়ানমার নাগরিক শুমারি পরিচালনার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

Exit mobile version