parbattanews

বান্দরবানের রুমায় আগুনে পুড়ে যাওয়া পরিবারের পাশে সেনাবাহিনী

বান্দরবানের রুমা উপজেলার গ্যালেংগ্যা ইউনিয়নের মাংলুং পাড়ায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সেনাবাহিনী।

শনিবার (২ জুলাই) ক্ষতিগ্রস্ত চার পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার এবং খাদ্য সহায়তা দেওয়া হয়।

জানা গেছে, রুমা বাজারপাড়া আর্মি ক্যাম্প থেকে ১ কিঃ মিঃ উত্তরে গ্যালেংগ্যা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাংলুং পাড়ায় দৈব কারনে অগ্নিকাণ্ডে পাড়ার ৪ পরিবারের মোট ৬টি ঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডের সময় পাড়ার বাসিন্দারা জুমে থাকায় মালামাল রক্ষা করতে পারেনি।

এদিকে এই ঘটনার পর রুমা জোনের জোন কমান্ডার লে. কর্নেল জুবায়ের শফিক, পিএসসি ক্ষতিগ্রস্তসহ পরিবারের মাঝে ২০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি তেল, ১ কেজি ছোলাসহ, লবণ, সুজি, সাবান ও খাবার স্যালাইন বিতরণ করেছেন।

এছাড়াও রিজিয়ন কমান্ডারের নির্দেশনায় রুমা জোন কমান্ডার ক্ষতিগ্রস্তসহ ৪টি পরিবারের মাঝে ৪০ হাজার টাকা সহায়তা প্রদান করেন।

উল্লেখ্য, সেনাবাহিনী বান্দরবানে পাহাড়ি বাঙ্গালী মানুষের জীবনমান উন্নয়ণে কাজ করছে। যেকোন দুর্ঘটনায় এভাবে সহায়তার হাত বাড়িয়ে দেন দেশরক্ষায় নিয়োজিত এই বাহিনী।

Exit mobile version