parbattanews

রুমায় আরও ১০ একর পপি ক্ষেত ধ্বংস

ফাইল ছবি

বান্দরবানের রুমায় অভিযান চালিয়ে আরও ১০ একর জমির পপি ক্ষেত ধ্বংস করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এই অভিযান চালানো হয়।

সেনাবাহিনীর নিজস্ব গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রুমা (২৭ইবি) জোনের নেতৃত্বে সেনাবাহিনীর স্পেশাল টহল দল ও পুলিশ বগালেক আর্মি ক্যাম্প থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তর-পূর্বে সৈকত পাড়া ও খুলিয়ান খুমি পাড়ার আশেপাশের ১২টি স্থানে প্রায় ১০ একর জমির পপি ক্ষেত ধ্বংস করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সেনাবাহিনীর সদস্য রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ গোলাম আকবর বলেন, যৌথ অভিযানে ১০ একর পপি ক্ষেত ধ্বংস করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

উল্লেখ্য এর আগে গত শনিবার (১ ফেব্রুয়ারি) শৈরাতং পাড়া ও তংগ্রী ম্রো পাড়ার ক্যাতোই ম্রো ঝিরির এলাকায় ৮০ শতক, (২৪ জানুয়ারি) কেওক্রাডংয়ের আশপাশে গভীর জঙ্গলে ৭ একর, (২৮ জানুয়ারি) রুমা সেনা জোনের সদস্যরা ক্যাতোই খুমি পাড়ার কাছে একটি পাহাড়ি ঝিরিতে অভিযান চালিয়ে প্রায় ৪ একর নিষিদ্ধ পপি ক্ষেত ধ্বংস করেছেন।

Exit mobile version