parbattanews

বান্দরবানের লামায় উন্নয়ন কাজ উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী

বান্দরবানের লামায় ৩টি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। শুত্রুবার সকালে লামা উপজেলায় বিভিন্ন এলাকায় উন্নয়ন কাজের উদ্বোধন করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, পুলিশ সুপার জেরিন আখতার, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, অতিরিক্ত জেলা প্রশাসক বদিউল আলম. অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন. জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড (পিডি) আবদুল আজিজ, পার্বত্য উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত, লামা উপজেলার চেয়ারম্যান মোস্তফা জামান, লামা উপজেলা নিবাহী অফিসার নুরে জান্নাত রুমি. লামা পৌর মেয়র মো: জহিরুল ইসলাম।

উদ্বোধন হওয়া উন্নয়ন কাজগুলো হলো- পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে ৩ কোটি টাকার ব্যয়ে লামা উপজেলার ইয়াংছা মেইন রোড হতে কাঠালছড়া পর্যন্ত রাস্তা নির্মাণ, ৩০ লাখ টাকার ব্যয়ে ফাসিয়াখালী কুমারী দারুচ্ছুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসা এতিমখানা ভবন নির্মাণ, ৩০লাখ টাকার ব্যয়ে লামা কুমারী বাজার পুলিশ ফাঁড়ি নির্মাণ।

Exit mobile version