parbattanews

বান্দরবানের সেরা ১০ সাঁতারু যাবে ঢাকায়

নিজস্ব প্রতিবেদক

“সেরা সাতারু’র খোঁজে বাংলাদেশ” অন্বেষণ প্রতিযোগিতায় বান্দরবানের ১০ জন সাঁতারু যাচ্ছেন ঢাকায়। বৃহষ্পতিবার জেলা সদরের উপজেলা পরিষদ পুকুরে বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত সাঁতার প্রতিযোগিতায় এ দশ’জন চূড়ান্ত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। এ সময় অন্যান্যদের মধ্যে নৌবাহিনীর কমান্ডার এসএম মাহমুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চাকমা, নৌবাহিনীর লে: কমান্ডার এম নাঈমুল হক, লে: কমান্ডার এম নাহিদ হাসান’সহ সুইমিং ফেডারেশন এবং নৌবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিযোগীতায় বান্দরবানের শতাধিক সাঁতারু নারী-পুরুষ অংশ নেয়। তম্মধ্যে ৮৮ জন ছেলে এবং ১২ জন নারী ছিল। প্রতিযোগীতার মাধ্যমে ১৬ জন ছেলে এবং ৭ জন মেয়ে’কে সেরা সাঁতারু হিসেবে নির্বাচন করা হয়।

এছাড়াও এদের মধ্যে সবচেয়ে টাইমিং ভালো ১০ জন’কে বাছাই করে পুরস্কৃত করা হয়। সেরা দশ সাতারু’কে নেয়া হবে ঢাকায়। প্রাথমিক প্রশিক্ষনের মাধ্যমে সারাদেশ থেকে বাছাই করা সাতারুদের সঙ্গে প্রতিযোগীতায় অংশ নিবে এ দশ জন।

Exit mobile version