parbattanews

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সেনাবাহিনীর এাণ বিতরণ

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী ২৬ বীর।

বান্দরবান সেনা জোন ২৬ বীর এর আওতায় বান্দরবান বাজার সংলগ্ন বোড ঘাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারের মাঝে এই এাণ বিতরণ করা হয়।

এান বিতরণকালে উপস্থিত ছিলেন বান্দরবান ২৬ বীরের সেনা জোনের ওয়ারেন্ট কর্মকর্তা মো. ফজলুর হক,  জোন এনসিও সার্জেন্ট আল আমিন, বান্দরবান পৌরসভার মহিলা কাউন্সিলর সালেহা বেগম, ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যবৃন্দ। পরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারের ৩০জন সদস্যের মাঝে খাদ্যদ্রব্য ও শীত কম্বল বিতরণ করা হয়।

প্রসঙ্গত শুক্রবার ভোররাতে বেবী আইসক্রিম ফ্র্যাকট্টির মিটার থেকে আগুনে পুড়ে যাওয়া এই সব পরিবারের মাঝে এই সহায়তা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান ২৬ বীর জোন শাখা। দেশের সেবাই সেনাবাহিনী প্রতিটা মুহুর্ত্বে মানুষের পাশে সব সময় সহায়তার হাত বাড়িয়ে দেশের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করে রেখেছে তাতে কোন সন্দেহ নেই। আর সহায়তা বিতরণকালে সকল বসতবাড়ির সকল লোকজনকে ভবিষ্যতে সতর্ক থাকার আহ্বান জানানো হয়, যাতে করে পরবর্তীতে এই রকম দুর্ঘটনা আর না ঘটে।

Exit mobile version