parbattanews

বান্দরবানে অগ্নিকান্ড ১৫টি বসতঘর ভস্মিভূত

fire_logo-10_0
 
 
বান্দরবান সংবাদদাতা :
বান্দরবানে অগ্নিকান্ডে ১৫টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় অন্তত ৩৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্তদের। শুক্রবার ভোর ৪টার দিকে বান্দরবান সদরের উজানী পাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, উজানী পাড়ার একটি ফার্নিচারের দোকানের চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। ওই এলাকার লোকজন ঘুমন্ত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয় এবং স্থানীদের সহযোগিতায় দীর্ঘ ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডের খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনে।
 
বান্দরবান পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর দিলীপ কুমার বড়ুয়া জানান, ভোররাতে অগ্নিকান্ড ঘটায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। পুড়ে যাওয়া ১৫টি পরিবারের অধিকাংশই শুধু নিজেদের পরনের কাপড় ছাড়া আর কিছু রক্ষা করতে পারেননি। সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, বান্দরবান জেলা প্রশাসক কে.এম তারিকুল ইসলাম, পৌর মেয়র মোহাম্মদ জাবেদ রেজাসহ প্রশাসনেরর্ ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 
Exit mobile version