parbattanews

বান্দরবানে অবৈধ জ্বালানী কাঠ বোঝাই ২টি ট্রাক আটক, আহত ২

Bandarban pic- 3.5

নিজস্ব প্রতিবেদক :

বান্দরবানের সদর উপজেলার চেমী ডলুপাড়া সেনাবাহিনীর চেক পোস্টে অবৈধ জ্বালানী কাঠ বোঝেই ট্রাক আটক করা হয়েছে। এ ঘটনায় সেনা সদস্যসহ দুইজন আহত হয়েছে। জ্বালানী কাঠ ও দুটি ট্রাক আটক করা হয়েছে।

স্থানীয় জানান, শনিবার দুপুরে অপরদিক থেকে আসা জ্বালানি কাঠ বোঝেই একটি ট্রাককে সেনা সদস্যরা দাঁড়ানার সংকেত দেয়। কিন্তু ট্রাক চালক নির্দেশ অমান্য করে চেক পোস্টের বাঁশ ভেঙ্গে দ্রুত স্থান ত্যাগ করে। এসময় ভাঙ্গা বাঁশ ও পাথরের আঘাতে ঘটনাস্থলে এক সেনা সদস্য ও যাত্রী ছাউনিতে বসা থাকা স্কুল ছাত্র এনামুল হক (১৭) আহত হন। এনামুল হককে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সেনা সদস্যর নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী উবাচিং জানান, সেনা চেক পোস্টের বাঁশ ভেঙ্গে যাওয়া জ্বালানি কাঠ বোঝেই ট্রাকটির পিছু নেয় সেনাবাহিনী। সেনাবাহিনী ঢাকা মেট্রো -দ ১৫০৫ ট্রাকটিকে গুংগুরো ক্ষ্যাং পাড়ায় আলিফ ইট ভাটায় আটক করে। সেনাবাহিনী পৌঁছার আগেই ড্রাইভার পালিয়ে যায়।  

পরে ডলু পাড়া রেঞ্জ কর্মকর্তা হারুনুর রশিদ আলিফ ইট ভাটায় অভিযান চালিয়ে দু-হাজার ঘনফুটেরও বেশী জ্বালানী কাঠ ও দুটি ট্রাক আটক করে।

Exit mobile version