parbattanews

বান্দরবানে অস্ত্রসহ জেএসএস চাঁদা কালেক্টর আটক

বান্দরবা‌নে সেনা-পু‌লিশ যৌথ অ‌ভিযানে দেশীয় অস্ত্রসহ জেএসএস এর এক উপজাতী সন্ত্রাসী‌কে আটক হয়েছে। সোমবার (২ আগস্ট) রা‌তে বান্দরবান সদর উপজেলার ডলুপাড়া থেকে তাকে আটক করা হয়।

আটককৃত সুমন চাকমা (২৬) জেএসএস (মূল) দলের চাঁদা কালেক্টর হিসেবে কাজ করত বলে আইনশৃংখলা বাহিনী জানিয়েছে।

জানা গেছে, সুমন চাকমার হেফাজতে থাকা অস্ত্র নিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের খবর পেয়ে বান্দরবান সেনা রিজিয়নের সেনা জোন ও সদর থানা পুলিশের যৌথ টহল দল ডলুপাড়ার কেমবা পাড়ার কা‌ছে একটি পরিত্যাক্ত বাড়িতে অভিযান চালায়।

সেখান থেকে সুমন চাকমাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার বা‌ড়ি থে‌কে এক‌টি দেশীয় বন্দুক, চাঁদা সংগ্রহের রশিদ বই, ১টি মােবাইল সেট, ২টি মানিব্যাগ, চাঁদা আদায়ের নগদ ১০ হাজার টাকা ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করে যৌথ বাহিনী। পরে তাকে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়।

এ বিষ‌য়ে বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি ) মো. শ‌হিদুল ইসলাম চৌধুরী ব‌লেন, অস্ত্রসহ একজন‌কে আটক করা হ‌য়ে‌ছে। তার বিরু‌দ্ধে সদর থানায় এক‌টি মামলা হ‌য়ে‌ছে।

Exit mobile version