parbattanews

বান্দরবানে অস্ত্রসহ ৫ উপজাতীয় চাঁদাবাজ আটক

%e0%a6%9c%e0%a6%9c%e0%a6%9c

নিজস্ব প্রতিবেদক:

যৌথবাহিনী অভিযান চালিয়ে বান্দরবানের দুর্গম থানছি ও রোয়াংছড়ি উপজেলা থেকে ৫ চাঁদাবাজকে আটক করেছে। পৃথক অভিযানে তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি বন্দুক, দুটি অস্ত্রের বাট ও চাঁদা আদায়ের টোকেন উদ্ধার করা হয়।

সূত্র জানাযায়, মঙ্গলবার পৃথক অভিযান চালিয়ে সন্ধ্যায় রোয়াংছড়ি উপজেলা বাস স্টেশন এলাকা থেকে পার্বত্য যুব সমিতির সদস্য পরান তঞ্চঙ্গ্যাকে (২৫) অটক করে। অন্যদিকে থানছি উপজেলার বলিপাড়া ইউনিয়নের অনিল কারবারী পাড়া থেকে মিলন চাকমা (২৮) নামের আরেক যুবককে আটক করে যৌথবাহিনী।

তার তথ্যের ভিত্তিতে থানছির ডিম পাহাড় এলাকার আবুয়া পাড়ার বাসায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি বন্দুক, দুটি বন্দুকের বাট উদ্ধার করা হয়। এ সময় সন্দেহজনক আরও চারজনকে আটক করা হয়।

বান্দরবান সেনা রিজিয়ন সূত্র জানায়, অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। তারা বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত।

Exit mobile version