parbattanews

বান্দরবানে আওয়ামী নেতা অপহরণ মামলায় দুই জেএসএস সদস্য গ্রেফতারের নিন্দা

জনসংহতি সমিতি

প্রেস বিজ্ঞপ্তি

বান্দরবান সদর উপজেলাধীন কুহালং ইউনিয়ন থেকে নিরাপত্তা বাহিনী কর্তৃক চার গ্রামবাসীকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বান্দরবান জেলা শাখা ।

জেএসএস বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক ক্যাবা মং মারমা সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এই বিবৃতিতে বলা হয়েছে, গত ২৬ জুলাই ২০১৬ সন্ত্রাসী গ্রেপ্তারের নামে নিরাপত্তা বাহিনী বান্দরবান জেলার সদর উপজেলাধীন কুহালং ইউনিয়নের আমতলী, খৈয়াতলী পাড়া ও কোলাক্ষ্যং পাড়ায় অভিযান চালিয়ে নিরীহ চার জুম্ম গ্রামবাসীকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে আমতলি পাড়ার অধিবাসী শৈমংসিং মারমা ও কোলাক্ষ্যং পাড়ার অধিবাসী গঞ্জু চাকমা নামে দুইজনকে ছেড়ে দিলেও সুরেশ চাকমা(২৬), শ্যামল তঞ্চঙ্গা(৩৭) কে ছেড়ে দেয়নি পুলিশ।

প্রতিবাদ লিপিতে আরো জানানো হয়,  গ্রেপ্তারকৃত ব্যক্তিরা নিরীহ গ্রামবাসী, তারা জনসংহতি সমিতির সদস্যও নয়।

প্রতিবাদ লিপিতে উক্ত নিরীহ গ্রামবাসীদের গ্রেপ্তার এবং তাদেরকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদও জানানো হয় । পাশাপাশি গ্রেপ্তারকৃত নিরীহ গ্রামবাসীদের অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়।

Exit mobile version