parbattanews

বান্দরবানে আগুনে পুড়ে ছাই গুদামসহ ৭ বসতঘর

Bandarban pic-1
স্টাফ রিপোর্টার:
বান্দরবানে আগুনে পুড়েছে সাত বসতবাড়িসহ একটি গুদাম ঘর। বুধবার দুপুরে শহরের বান্দরবান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সেনা বাহিনী ও দমকল বাহীনির অগ্নি নির্বাপক দলের সহায়তায় ঘন্টা ব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো।

দমকল বাহিনী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে বান্দরবান বাজার এলাকায় চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে লেলিহান শিখায় পুড়ে যায় একটি গুদামসহ সাতটি কাঁচাপাকা বসত ঘর। খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইউনিট, সেনা বাহিনী, পুলিশ এবং স্থানীয়রা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।


জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুছ সাত্তার জানান, ‘চুলার আগুন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে তাদের ধারণা। আগুনে গুদামসহ সাতটি কাচাঁপাকা বসতঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লক্ষ টাকা।’

ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী ও জোন কমান্ডার রাজু আহম্মেদ।

Exit mobile version