parbattanews

বান্দরবানে আড়াই কোটি টাকার আফিমসহ আটক ১

বান্দরবানে রোয়াংছড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজি আফিমসহ রেদামা মারমা (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব ১৫। রবিবার (৩০) মার্চ রোয়াংছড়ি পাড়া সাবেক মেম্বার বাড়ি সামনে থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত রেদামা মারমা (৪৮) মারমা রোয়াংছড়ি আগাপাড়া গ্রামে মৃত থোয়াইচিমং মারমা স্ত্রী।

সোমবার (১ এপ্রিল) র‍্যাব -১৫ এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া উইং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন।

র‍্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে র‍্যাব ১৫। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে আফিম ব্যবসায়ী মহিলাটি পালিয়ে যাওয়া চেষ্টা করে। পরে তাকে তল্লাশি চালিয়ে ব্যবহৃত ডান হাতে থাকা একটি শপিং ব্যাগে আড়াই কেজি আফিম উদ্ধার করা হয়। পরে মহিলাটিকে গ্রেফতার করে র‍্যাব। যার বাজারের মূল্য আড়াই কোটি টাকা।

র‍্যাব আরো জানায়, গ্রেফতারকৃত মহিলাটিকে রোয়াংছড়ি থানায় সোপর্দ করা হয়েছে। তাছাড়া র‍্যাবের অভিযান আগামীতে অব্যাহত থাকবে।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী জানান, গ্রেফতারকৃত মহিলাকে থানায় হস্তান্তর করেছে র‍্যাব। তার বিরুদ্ধে মাদক আইনে মামলায় কোর্টে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version