parbattanews

বান্দরবানে আফিমসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক মাদক ব্যবসায়ী আটক

বান্দরবানের পৌর শহরে হাফেজঘোনা এলাকা থেকে ৩.২ কেজি আফিম উদ্ধার করেছে র‍্যাব। এসময় চিংহলা মং মারমা (৬৫) নামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ৩টায় হাফেজঘোনা থেকে তাকে আটক করা হয়।

মঙ্গলবার (১৭ অক্টোবর) মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব ১৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বিকালে রুমা থেকে বান্দরবান উদ্দ্যেশে আসা সুগন্ধা পরিবহন বাসে তল্লাশি চালিয়ে চিংহলা মং (৬৫) নামে একজনকে আটক করা হয়। তার সঙ্গে থাকা সবজির বস্তার অভ্যন্তরীণ নীচে ৩.২ কেজি আফিম উদ্ধার করা হয়েছে।

এইচ এম সাজ্জাদ বলেন, উদ্ধার হওয়া এসব মাদকের আনুমানিক মূল্য ৩ কোটি ২ লাখ টাকা। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে বান্দরবান সদর থানায় মামলা করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

আটককৃত আসামি রুমা সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মিনঝিড়ি পাড়া আপ্রুমং মারমা ছেলে।

Exit mobile version