parbattanews

বান্দরবানে আবুল টোব্যাকোর সেলসম্যান অপহরণ

বান্দরবানে এবার চাঁদার দাবীতে আবুল খাইর টোব্যাকোর সহযোগী প্রতিষ্ঠান ম্যারিজ সিগারেটের সেলসম্যানকে অপহরণের খবর পাওয়া গেছে।

শনিবার (নেভেম্বর) দুপুরে পৌরসভার বড়ুয়ারটেক এলাকা থেকে মোটর সাইকেলে করে তুলে নিয়ে যায় অপহরণকারীরা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পৌরসভার কালাঘাটা বড়ুয়ারটেক এলাকা থেকে ম্যারিজ সিগারেট এর সেলসম্যান মো. ইসমাইল (৩০)কে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা।

স্থানীয়রা আরও জানায়, চাঁদা না দেওয়ায় ইসমাইলকে পাহাড়ের সশস্ত্র সংগঠন জনসংহতি সমিতি জেএসএস সশস্ত্র গ্রুপের কালেক্টর সদস্যরা মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায়।

এ বিষয়ে ম্যারিজ সিগারেট কোম্পানির ডিস্ট্রিবিউটর মো. আবুল কালাম জানান, কিছুদিন ধরে সশস্ত্র গ্রুপের কিছু সদস্য বাৎসরিক টোকেন বাবদ ২লক্ষ টাকা দাবি করে আসছিল।

আমি টাকা না দেয়ায় তারা আমার সেলম্যানকে অপহরণ করে নিয়ে গেছে। তিনি আরও বলেন, বর্তমানে মুক্তিপণের জন্য সশস্ত্র গ্রুপ আমার কাছ থেকে ৩ লক্ষ টাকা দাবি করছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জানান, অপহরণের খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত জানা যাবে।

Exit mobile version