parbattanews

বান্দরবানে আরও চার ইটভাটাকে পরিবেশ অধিদপ্তরের জরিমানা

পরিবেশ রক্ষা ও জনস্বার্থে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বান্দরবানে আরও চার ইটভাটা মালিককে জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (৭সেপ্টেম্বর) জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের চার ভাটা থেকে ১০ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসব ইটভাটার কোনটির বৈধ কাগজপত্র নেই এবং পাহাড় কর্তনের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

চট্টগ্রাম অঞ্চলের পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুফিদুল আলম জানান, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫(সংশোধিত ২০১০) এর ৭ ও ১২ ধারার আলোকে ইটভাটা মালিকদের ক্ষতিপূরণ আরোপ করা হয়।পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

জরিমানা করা ইটভাটাগুলো হলো- বিএনবি ব্রিক ৪ লাখ ৫০ হাজার,  কেসিডিব্রিক ১লাখ ৫০ হাজার,  পিবিএম ব্রিককে ৩ লাখ ৫০ হাজার এবং এআরবি ব্রিক ১ লাখ ৫০ হাজার টাকাসহ মোট ১০ লাখ ৫০ হাজার টাকা।

Exit mobile version