parbattanews

বান্দরবানে আরও ৪ জনের করোনা পজেটিভ শনাক্ত

বান্দরবানের একমাত্র পোশাক কারখানা লুম্বনির আরও এক শ্রমকিসহ জেলায় নতুন আরও চারজন করোনা পজিটিভ শনাক্ত হয়েছ।

বুধবার (২৭মে) কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল‌্যাব থেকে পাওয়া টেস্ট রিপোর্টের পর বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান সিভিল সার্জন অংসুই প্রু মারমা।

আক্রান্তরা হলেন, কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা মোজাম্মেল হকের ছেলে মো. নাজিম উদ্দীন (২৯)। তিনি লুম্বিনি গার্মেন্টস এর শ্রমিক এবং জেলা শহরের তালুকদারপাড়া আমবাগান এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

এছাড়া বালাঘাটা এলাকার বদিউল আলমের ছেলে মো. হাসান (১৮) নামে একজন করোনা পজিটিভ হয়েছে। অন‌্যদিকে জেলার রুমা উপজেলায় সবুজ হোসেনের ছেলে মিজানুর রহমান (১১) এবং রোয়াংছড়ি উপজেলায় চিংয়ানু মারমা (৫৩) নামে দুইজন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

বান্দরবান সিভিল সার্জন ডা. অংশৈপ্রু মার্মা জানান, করোনা পজিটিভ শনাক্ত হওয়া চারজন নিজ নিজ এলাকার হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসার জন‌্য আসলে তাদের নমুনা সংগ্রহ করা হয়। বুধবার পাওয়া রিপোর্টে এই চারজনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। বর্তমানে তিনজন হাসপাতাল আইসোলেশনে নেওয়া হয়েছে এবং রোয়াংছড়ির আক্রান্ত ব‌্যক্তিকেও আইসোলেশনে নেওয়ার কাজ করছে স্বাস্থ‌্য বিভাগ।

উল্লেখ‌্য নতুন চারজনসহ বান্দরবানে করোনা আক্রান্তের সংখ‌্যা দাঁড়ালো ২৩জনে।

Exit mobile version