parbattanews

বান্দরবানে আ’লীগের ডাকা অর্ধদিবস হরতাল চলছে

হরতাল চলাকালীন সড়কগুলোর দৃশ্য

বান্দরবান পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি চথোয়াই মং মারমাকে অপহরণ করে হত্যা এবং গুম-খুনের প্রতিবাদে আ’লীগের ডাকা অর্ধদিবস হরতাল চলছে।

হরতাল চলাকালে জেলা শহর থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহন। শহরের অভ্যন্তরীণ রুটে অটোরিক্সা, মটরসাইকেল চলাচলও বন্ধ রয়েছে।

বান্দরবান-কক্সবাজার-রাঙ্গামাটিসহ অভ্যন্তরীণ সড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

আজ রবিবার (২৬ মে) সকাল থেকেই জেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা শহরের ট্রাফিক মোড়, বাস স্ট্যান্ড ও বান্দরবান-কেরানীহাট প্রধান সড়কের সুয়ালকসহ বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে সড়কে গাছ-সাইনবোর্ড ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে হরতাল পালন করছে।

এদিকে জেলার ৭ উপজেলাতেও হরতাল পালিত হচ্ছে।

হরতাল চলাকালে জেলা সদর ও দেশের অন্যান্য স্থানের সাথে যোগাযোগ বন্ধ থাকায় মানুষের দূর্ভোগ বেড়েছে।

অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্তি পুলিশ মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, গত ২২ মে (বুধবার) রাত ৯টায় কয়েক জন অস্ত্রধারী সন্ত্রাসী বান্দরবান পৌর আওয়ামী লীগের সহ সভাপতি চথোয়াই মং মারমাকে তার খামার বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় এবং শনিবার (২৫ মে) দুপুরে সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের জদার্নপাড়ার গহীন জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

Exit mobile version