parbattanews

বান্দরবানে আ’লীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সম্প্রতি দুর্বৃত্তদের গুলিতে দুই আওয়ামী লীগ কর্মী নিহতসহ বান্দরবান উপজেলা সদরের রাজবিলায় নিরীহ মানুষের উপর একের পর এক সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে বান্দরবান সদর উপজেলা আওয়ামীলীগ।

সোমবার (২০ মে) সকালে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার মিলনায়তনে বান্দরবান সদর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই প্রতিবাদ সভায় খুনিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানানো হয়।

সম্প্রতি বান্দরবানের রাজবিলা ইউনিয়নের তাইংখালীতে আওয়ামী লীগ কর্মী ক্যচিং থোয়াই মারমা হত্যা, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক বাবুল মার্মার পিতা স্থানীয় আওয়ামী লীগ সমর্থক অংক্যচিং মারমাকে গুলি বর্ষণসহ একাধিক নিরীহ মানুষের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এসব হত্যাকান্ডের ঘটনায় ওই এলাকায় বর্তমানে আতংক বিরাজ করছে, শোকের ছায়া নেমে আসেছে পুরো তাইংখালী এলাকায়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র সম্প্রীতির বান্দরবানকে নষ্ট করে যারা সন্ত্রাসের রাজ্য বানাতে চায় তাদের সন্ত্রাসী কর্মকান্ড করতে দেওয়া হবে না। সন্ত্রাস বিরোধী কর্মকান্ড সাধারণ জনগণকে নিয়ে  রুখে দেওয়া হবে। সন্ত্রাসীদের এসব কর্মকান্ডের বিরুদ্ধে প্রত্যেক আওয়ামী লীগ নেতাকর্মীকে সজাগ থাকার আহ্বান জানানো হয় সভায়।

এসময় সভায় উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাজু মং মার্মা, মহিলা ভাইস চেয়ারম্যান য়ইসাপ্রু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পাইহ্লা অং মার্মা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এয়াকুব চৌধুরী, রাজবিলা ইউপি চেয়ারম্যান ক্যঅংপ্রু, সদর উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোহম্মদ আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল ভূইয়াসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Exit mobile version