parbattanews

বান্দরবানে আসন্ন দূর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান:

বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন দূর্গা পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বুধবার দুপুর ১২টাড জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কে. এম তারিকুল ইসলাম।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বান্দরবান পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য, পৌর মেয়র মোহাম্মদ জাবেদ রেজা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইশরাত জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়েজ আহমেদ পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল কান্তি দাশ, কমিটির সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশ,প্রমূখ।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কমিটির সদস্য লক্ষীপদ পাল, অমল দাশ, সুধাংশু বিমল চক্রবর্তী, পৌর কাউন্সিলর অজিত দাশ, পৌর কাউন্সিলর গীতা রাণী দে, বিশিষ্ট ব্যবসায়ি অজিত কুমার দে, অনীল দাশ, রাজু কর্মকার, রাজীব দাশ, উজ্জ্বল দাশ, বিমল দাশ প্রমূখ।
উল্লেখ্য বান্দরবান সদরসহ ৭টি উপজেলায় প্রায় অর্ধ শতাধিক পূজা মন্ডপে শারদীয় দূর্গোৎসব পালিত হবে।
নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে কঠোর নিরপত্তা ব্যবস্থা নেয়া হবে বলে জানায় সংশ্লিষ্ট প্রশাসন।

Exit mobile version