parbattanews

বান্দরবানে ইউপিডিএফ’র জেলা সমন্বয়ক ছোটন কান্তি আটক

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বান্দরবানে সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) জেলা সমন্বয়ক ছোটন কান্তি তঞ্চঙ্গ্যাকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

বুধবার(১৭জানুয়ারি) ভোর রাতে শহরের বালাঘাটায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, ছোটন কান্তি তঞ্চঙ্গ্যা এলাকায় সন্ত্রাস, বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে বিভিন্ন এলাকায় গোপন বৈঠক করে আসছিলেন। বিভিন্ন অভিযোগের কারণে তাকে আটক তরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বুধবার সকালে বালাঘাটায় খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতা মিথুন চাকমাকে হত্যার প্রতিবাদে সভা সমাবেশ করার প্রস্তুতি ছিল। আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতায় সভা সমাবেশ করতে পারেনি সংগঠনটি।

গত ৩ জানুয়ারি খাগড়াছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ নেতা মিথুন চাকমা নিহত হন। এ ঘটনার জন্য জনসংহতি সমিতিকে দায়ী করে আসছে সংগঠনটি।

প্রসঙ্গত, ইউপিডিএফ বান্দরবান জেলার সংগঠক ছোটন কান্তি তঞ্চঙ্গ্যা নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান আসনে নির্বাচন করেছিলেন। জেএসএস তাকে একবার হত্যার চেষ্টা করেছিল।

Exit mobile version