parbattanews

বান্দরবানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বান্দরবান সদরের রেইচা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ৯৮৬ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নিরাপত্তাবাহিনী।

২৮ সেপ্টেম্বর রাত ১১টায় বান্দরবান সদর ইউপি ১নং ওয়ার্ডস্থ রেইচা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে থাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম মংচি থোয়াইন চাকমা (২৭)। সে গর্জন বনিয়া পাড়া, ৮নং ওয়ার্ড, ঘুমধুম ইউপি, নাইক্ষ্যংছড়ি উপজেলার উক্যমং চাকমা এর ছেলে।

সূত্রে জানা যায়, বান্দরবান সদর থানাধীন ৩নং বান্দরবান সদর ইউপি ১নং ওয়ার্ডস্থ রেইচা উচ্চ বিদ্যালয়ের সামনে রেইচা সেনা জোনের গোপন তথ্যের ভিত্তিতে মংচি থোয়াইন চাকমাকে আটক করে। পরে ওই ইয়াবা কারবারি মংচি থোয়াইন চাকমাকে বান্দরবান সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং স্বীকার করে যে সে ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলা উখিয়া এলাকার বিভিন্ন জায়গা হতে কম দামে ক্রয় করে বান্দরবান শহরের বিভিন্ন জায়গায় বেশি দামে বিক্রি করে আসছে। মংচি থোয়াইন চাকমা এর পরিহিত লুঙ্গির কোমরে লুকিয়ে রাখা ইয়াবা পাঁচটি নীল রংয়ের প্যাকেটে মোট ৯৮৬ পিস ইয়াবা পাওয়া পাওয়া যায়। যার অনুমানিক মূল্য ২,৯৫,৮০০ টাকা বলে জানা যায় ।

বান্দরবান সদর থানার উপ -পুলিশ পরিদর্শক মো. আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হচ্ছে।

Exit mobile version