parbattanews

বান্দরবানে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির ৫ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান:

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে আসন্ন ১৮ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

তারা দ্বিতীয় ধাপের নির্বাচনে বান্দরবান, আলীকদম, নাইক্ষ্যংছড়ি ও রুমা উপজেলায় স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রবিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির সহ দপ্তর সম্পাদক বেলাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য তাদের বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- বান্দরবান জেলা বিএনপির সহ সভাপতি আবদুল কুদ্দুছ (বান্দরবান সদর), আবুল কালাম (আলীকদম) জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক শিরিন আক্তার (আলীকদম), রুমা উপজেলা বিএনপি সভাপতি জিমসম লিয়ান বম (রুমা) ও জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক হামিদা চৌধুরী (নাইক্ষ্যংছড়ি)।

বান্দরবান জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাবেদ রেজা জানান, ৫ নেতার বহিষ্কারাদেশ কেন্দ্র থেকে তাদের জানানো হয়েছে। কেন্দ্রের সিদ্ধান্ত ছিল দল থেকে পদত্যাগ না করে কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তবে তারা কেন্দ্রে এই নির্দেশ অমান্য করায় তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।

তবে মহিলা দলের নেত্রী শিরিন আক্তার জানান তিনি তার পদত্যাগপত্র জেলা বিএনপি’র কাছে আগেই জমা দিয়েছেন। কিন্তু পদত্যাগ পত্র কেন্দ্রে পাঠান নি।

Exit mobile version