parbattanews

বান্দরবানে উৎসব মুখর পরিবেশে মধু পূর্ণিমা পালন

নিজস্ব প্রতিবেদক
বান্দরবানে উৎসব মুখর পরিবেশে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পবিত্র মধু পুর্ণিমা। এ উপলক্ষে বিভিন্ন বিহারে নানা কর্মসূচী পালন করা হয়। সোমবার সকাল থেকে দানীয় ফলমূল নিয়ে বৌদ্ধ বিহারে উপস্থিত হন বৌদ্ধাধর্ম্মালম্বী পূর্ণার্থীরা। বিহারে দায়ীক-দায়ীকা ও পুজারীদের উপস্থিতিতে উৎসব মূখর পরিবেশ সৃষ্টি হয়।

বিহারগুলোতে মধুদান, প্রার্থনা, পূজা অর্চনা ও পঞ্চশিল প্রার্থনার আয়োজন করা হয়। এছাড়া মন্দিরগুলোতে বৌদ্ধ ধর্মীয়গুরুদের জন্য মিষ্টান্ন ও উন্নতমানের খাবার উৎসর্গ করে পূজারীরা। মধু পূর্ণিমা উপলক্ষে শহরের বৌদ্ধ মন্দিরগুলো নানা সাজে সাজানো হয়।

বৌদ্ধ সম্প্রদায়ের নারী পুরুষ নানা সাজে সেজে মন্দিরগুলোতে প্রার্থনার জন্য জড়ো হয়। শহরের উজানী পাড়া বৌদ্ধ মন্দির, রাজগুরু মন্দির, স্বর্ণ জাদী, রাম জাদীসহ বিভিন্ন বৌদ্ধ মন্দিরগুলোতে বিশেষ প্রার্থনারও আয়োজন করা হয় মধু পূর্ণিমা উপলক্ষে। সন্ধ্যায় মন্দিরে মন্দিরে আয়োজন করা হয় প্রদীপ পূজার।

বৌদ্ধ ভিক্ষুরা জানান, ভাদ্র পূর্ণিমার সময়ে গৌতম বুদ্ধ যখন আরাধনা করছিলেন তখন বনের পশু পাখিরা বৌদ্ধকে নানা ধরনের ফলমূল প্রদান করে। এক সময় বনের এক বানারও গৌতম বুদ্ধকে মধুদান করে। এ ঘটনাকে স্বরণ করে পূজারীরা পুণ্য লাভের আশায় বৌদ্ধ ভিক্ষুদের মধু পূর্ণিমার সময়ে মধুদান করে পূজা দিয়ে থাকে।

Exit mobile version