parbattanews

বান্দরবানে উৎসাহ উদ্দীপনায় বড়দিন উদযাপন

 

স্টাফ রির্পোটার :

বান্দরবান জেলায় বিভিন্ন খ্রিস্টান মিশনারী ও ধর্মীয় উপশনালয়ে যথাযথ মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনায় উদযাপন করছে বড়দিন। খ্রিস্টান সম্প্রদায় মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই বড়দিন উপলক্ষে উৎসব পালন করছে।

বড়দিন উপলক্ষে খ্রিস্টান পল্লীগুলো সাজসাজ রবে সাজানো হয়েছে। পল্লী সাজানোর পাশাপশি তাদের ঘর-বাড়ীগুলোও নবরুপে সাজিয়েছে। শহরের ফাতিমা গির্জা, টাইটানিস গির্জা, লুসাই বাড়ী গির্জা, ফারুক পাড়া খ্রিস্টান পল্লী গীর্জা, গেৎমনি পাড়া গির্জা ইত্যাদিতে সকাল থেকে চলে প্রার্থনা। প্রার্থনা শেষে ঘরে ঘরে চলে মিষ্টান্ন খাবার। একে অপরের সাথে কুশল বিনিময়।

বড়দিনের অন্যান্য কর্মসূচির মধ্য ছিল, কেক কাঁটা, যিশুর জম্মস্থান প্রতীকি ঘোয়ল ঘর তৈরী করে আরাধনা, ক্রিসমাস গাছ সাজানো, প্রীতিভোজ ইত্যাদি।

Exit mobile version