parbattanews

বান্দরবানে একদিনে ১৪জন করোনা পজেটিভ

বান্দরবানে এবার একদিনে রেকর্ড সংখ্যক ১৪জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে । আক্রান্তদের মধ্যে সবাই জেলা সদরের বাসিন্দা।
সোমবার কক্সবাজার ল্যাব থেকে করোনা টেষ্ট রিপোট পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে সিভিল সার্জন দপ্তর থেকে।
জানা গেছে, আক্রান্তদের মধ্যে  বান্দরবান সদরের সেই লুম্বিনি পোষাক কারখানার শ্রমিকও রয়েছে।
এছাড়া আক্রান্তদের মধ্যে জেলা শহরের মধ্যম পাড়া, টাইগার পাড়া, ওয়াপদাব্রিজ, বনানী সমিল, বালাঘাটায় ১জন করে এবং তালুকদার পাড়া, লালমোহন বাগান এলাকা, ইসলাম পাড়া ও লুম্বিনি কোয়ার্টারে ২ জন করে ও ঠিকানাবিহীন ১ জনসহ মোট ১৪জন রয়েছে।
এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যাটা বেড়ে দাড়ালো ৬০ জনে। সোমবার একদিনে সর্বোচ্চ সংখ্যক করোনা পজেটিভ হওয়ার খবরে জেলা শহরজুড়ে আতংক দেখা দিয়েছে।
বান্দরবান সিভিল সার্জন ডা: অংসুই প্রু মারমা জানান, জেলায় রোববার সনাক্ত ১৪ জনই বান্দরবান সদরের বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের মধ্যে পোষাক শ্রমিকের সংখ্যায় বেশি।
Exit mobile version