parbattanews

বান্দরবানে এক পাড়ায় একজন ভোটার

 

স্টাফ রিপোর্টার :

দশম নির্বাচনে বান্দরবান জেলায় বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন সংখ্যায় ভোটার থাকার খবর পাওয়া গেছে। নাইক্ষংছড়ি উপজেলার দো-ছড়ি ইউনিয়নে এক পাড়ায় একজন ভোটার। ২৭৬ নং তরগু মৌজার পুরাউ পাড়ার শুধুমাত্র এক মহিলা ভোটার থাকার খবর পাওয়া গেছে।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দোছড়ি ইউনিয়নের ৯নং ওর্য়াডের ২৭৬নং তরগু মৌজায় পুরাউ পাড়ার একমাত্র বাসিন্দ চামলে মুরং। ভোটার কার্ড অনুযায়ী ১৯৮০ সালে জম্ম। এই ৩৩ বয়স্ক চামলে মুরং পুরাউ পাড়ার একমাত্র বাসিন্দা।

অন্যদিকে নাইক্ষংছড়ি উপজেলার সদর ইউনিয়নে ১নং ওয়ার্ডে (জারুলিয়া মৌজায়) ২৫ জন ভোটার।  পুরুষ ভোটারের সংখ্যা ১৫ মহিলা ১০। দোছড়ি ইউনিয়নের  দোছড়ি মৌজার ৭নং ওর্য়াড ৮৯ ভোটারের মধ্য ৪৫ জন পুরুষ ও ৪৪ মহিলা ভোটার রয়েছে।

রোয়াংছড়ি উপজেলার কাচালং মৌজার তারাছ ইউনিয়নের ৮ নং ওর্য়াডে ৪৬ জন পুরুষ ও ৩৯ জন মহিলা মিলিয়ে ৮৫ জন ভোটার রয়েছে। আলেক্ষং মৌজার ৩নং ওর্য়াডে পুরুষ ১৪ এবং ১৭ মহিলা মিলিয়ে ৩১ ভোটার রয়েছে। নোয়াপতং ইউনিয়নের ৫নং ওর্য়াডে পুরুষ ১৮ মহিলা ১৬ মিলিয়ে ৩৪ ভোটার রয়েছে। মুরক্ষং মৌজার ৮নং ওর্য়াডে ৮৫ জন ভোটারের মধ্য ৪৫ জন পুরুষ ও ৪০ জন মহিলা। 

রুমা উপজেলার রুমা সদর ইউনিয়নে ৯১ জন ভোটারের মধ্য ৪৮ জন পরুষ ও ৪৩ জন মহিলা রয়েছে। লামা উপজেলার সদর ইউনিয়নে ১৮ জন ভোটারের মধ্য ৮জন পুরুষ ও ৮জন মহিলা ভোটার রয়েছে। সরই ইউনিয়নে ১ নং ওর্য়াডে ৮০ ভোটারের মধ্য ৪১ পুরুষ ভোটর ও ৩৯ জন মহিলা ভোটর রয়েছে।

বান্দরবান জেলায় ৩লক্ষ ৭৮হাজার ৪০ জন মানুষের মধ্য পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ ১৪ হাজার ২৪৭জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ৪৩ হাজার ৫৬৩ জন মিলিয়ে সর্বমোট  ২লক্ষ ১৬ হাজার ৭৯০ জন।

Exit mobile version