parbattanews

বান্দরবানে এমএনপির দুই সদস্য আটক

আটক

নিজস্ব প্রতিবেদক :

বান্দরবানের আলীকদমে এক জুম চাষীকে অপহরণের সময় সেনা সদস্যদের অভিযানে দুই এমএনপির (ম্রো ন্যাশনাল পার্টি) দুই সদস্যকে আটক করেছে। বৃহস্পতিবার উপজেলার ক্রানচি পাড়া হতে এদের আটক করা হয়। আটককৃতরা হল কতং ম্রো ও উইপং ম্রো ।

সেনা ও পুলিশ সূত্র জানায়, এমএনপির সদস্যরা চাঁদা আদায় করতে ক্রানচি পাড়ায় হানা দেয়। চাঁদা না পেয়ে জুম চাষী রুংরুইকে অপহরণকালে গোপন সংবাদে ভিত্তিতে আগে থেকে ঐ পাড়া ঘেরাও করে রাখে সেনা বাহিনী। এসময় সেনা বাহিনীর অভিযানে এমএনপির দুই সদস্যকে আটক করে ও অপহৃত ব্যাক্তিকে উদ্ধার করে। আটককৃত দুই সদস্যের কাছ থেকে চার সেট জলপাই রঙ্গের পোষাক ,নগদ ১৯ হাজার টাকা ও ঔষধ সরঞ্জাম উদ্ধার করে।

আলীকদম জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মেহেদি হাসান জানান আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, বান্দরবানের সীমান্ত এলাকা থানছি ও আলীকদম উপজেলায় এমএনপি সংগঠন সন্ত্রাসী কার্যকলাপ পালিয়ে আসছে। ম্রো সস্প্রদায়ের কিছু বিপথগামী যুবক এই সংগঠনটি গড়ে তুলেছে।

Exit mobile version