এগিয়ে ছেলেরা

বান্দরবানে এসএসসিতে বেড়েছে পাসের হার

fec-image

এসএসসি পরীক্ষার ফল পেয়ে বান্দরবানের বিভিন্ন স্কুলে আনন্দের বন্যা বইছে। নেঁচে গেঁয়ে ও মিষ্টি খাইয়ে আনন্দ উল্লাস করছে শিক্ষার্থীরা।

সোমবার (৬ মে) বান্দরবানে জেলা প্রশাসন কার্যালয় থেকে জেলার সাতটি উপজেলায় ফলাফল হস্তান্তর করা হয়।

সার্বিক ফলাফলে বিজ্ঞান বিভাগে ছাত্র-ছাত্রীরা সমানে সমান, মানবিক ও ব্যবসায় শাখায় ছেলেরা এগিয়ে রয়েছে।

প্রকাশিত ফলাফল পর্যালোচনায় দেখা গেছে, এবার বান্দরবানে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪ হাজার ৭০ জন। তার মধ্যে পাশ করেছে ২ হাজার ৬শ’ ৬০জন।

জেলায় মোট পাশের হার ৬৫.৩৫%। ছেলেরা পাশ করেছে ৬৮.৬৫ % ও মেয়েরা ৬২.৪২%।

প্রকাশিত জেলা ভিত্তিক ফলাফলে জানা যায়, বান্দরবানে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় ৫শ’ ৭৭ জন, তার মধ্যে পাশ করেছে ৪শ’ ৯৩জন। মানবিকে ২ হাজার ৩শ’ ৪৭জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১ হাজার ২শ’ ৮৭ জন এবং ব্যবসায় শাখায় ১ হাজার ১শ’ ৪৬ জনের মধ্যে পাশ করেছে ৮শ’ ৮০জন পরীক্ষার্থী।

জেলা শহরের কয়েকটি স্কুলের ফলাফল হলো- শহরের ক্যান্টমেন্ট পাবলিক স্কুল থেকে ১শ’ ১৮ জন শিক্ষার্থীর মধ্যে ১শ’ ১৭জন পাশ করেছে।

বান্দরবান কালেক্টরেট স্কুল থেকে ৫৬ জন অংশ নিয়ে পাশ করেছে ৫৩ জন এবং আল ফারুক ইন্সটিউট থেকে ৬৭ জন অংশ নিয়ে পাশ করেছে ৬৪ জন।

প্রসঙ্গত, ২০১৮ সালে বান্দরবানে পাশের হার ছিল ৫৭.৯২%। সে তুলনায় এবার জেলায় বেড়েছে পাশের হার।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: এসএসসি, পাশের হার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন