বান্দরবানে ঐতিহাসিক ৭ই মার্চ পালন

fec-image

বান্দরবানে ঐতিহাসিক ৭ই মার্চের কালজয়ী ভাষনের ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বান্দরবান পৌর আওয়ামীলীগের উদ্যোগে মুক্তমঞ্চে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তরা বলেন- ৭ই মার্চ এক অবিস্মরণীয় দিন। এই ভাষণ শুনে, আমরা উজ্জীবিত হই, এই ভাষণ বর্তমান প্রজন্মকে স্বপ্ন দেখায়। অন্যায়-অবিচারের বিরুদ্ধে কিভাবে প্রতিবাদী হতে হয়, কীভাবে মাথানত না করে অবিচল থাকতে হয়, কিভাবে এগিয়ে যেতে হয় তা শেখায়।

বান্দরবান শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুর রহিম চৌধুরী।

এছাড়াও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজল কান্তি দাশ, একেএম জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আনন্দ দাশসহ জেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন