parbattanews

বান্দরবানে কমিউনিটি পুলিশের বির্তক উৎসব সম্পন্ন

Bandarban 2

মো: কামরান ফারুক, বান্দরবান থেকে:

শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশের সৃজনশীলের লক্ষে যুক্তির আলোয় মুক্ত করি সকল রুদ্ধদ্বার শ্লোগানে বান্দরবানে জেলা বিতর্ক উৎসব-২০১৩এর চূড়ান্ত প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৫টায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনষ্টিটিউটের অডিটরিয়ামে ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের আর্থিক সহযোগিতায় বান্দরবান জেলা কমিউনিটি পুলিশ এই বির্তক প্রতিযোগীতার আয়োজন করেন। বান্দরবান জেলা বিতর্ক উৎসবের উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) বীর বাহাদুর উশৈসিং এমপি। বান্দরবান পুলিশ সুপার মো. কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হা (কেশালা), বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ সিদ্দিকী, জেলা প্রশাসক কে.এম. তারিকুল ইসলাম, ডিজিএফআই-এর পরিচালক মেয়র অমিত, ডায়মন্ড সিমেন্ট লিমিটেড এর পরিচালক মোঃ হাকিম আলী, জেলা জেলা কমিউনিটি পুলিশের সভাপতি মং ক্য চিং চৌধুরী, সাধারণ সম্পাদক লীপদ দাশ। এছাড়াও জেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জানা গেছে, ডায়মন্ড সিমেন্ট লিমিটেড এর আর্থিক সহযোগিতায় বান্দরবান জেলা কমিউনিটি পুলিশ এই বির্তক প্রতিযোগীতার আয়োজন করে। জেলা বিতর্ক উৎসবের চূড়ান্ত প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে পক্ষে বান্দরবান সরকারী কলেজ এবং বিপক্ষে বান্দনবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। এছাড়াও স্কুল পর্যায়ে পক্ষে অংশ নেয় বান্দনবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং বিপক্ষে অংশ নেয় বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। এই বির্তক প্রতিযোগিতায় ৪টি কলেজসহ মোট ১৬টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

Exit mobile version