parbattanews

বান্দরবানে কমিউনিটি পুলিশিং কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

Bandarban pic-29.3

স্টাফ রিপোটার:

বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের বাঘমারা নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে মতবিনিময় ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার কমিউনিটি পুলিশিং এর উদ্যাগে বিদ্যালটির প্রধান শিক্ষক ফৌজুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজবিলা ইউপি চেয়ারম্যান ক্যাসিং শৈ মার্মা। এতে প্রধান আলোচক ছিলেন বান্দরবান সদর থানার অফিসার-ইন-চার্জ রফিক উল্লাহ্ ও তদন্ত ইন্সপেক্টর মুহাম্মদ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বান্দরবান জেলাসহ স্থানীয় কমিউনিটি পুলিশিং এর সদস্য, শিক্ষার্থী অভিবাবকরা উপস্থিত ছিলেন। অফিসার-ইন-চার্জ কমিউনিটি পুলিশিং কার্যক্রম বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের চকলেট খাওয়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। চকলেট খাওয়া শেষে চকলেটের ময়লা কাগজ এবং ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলাতে শপথ করানো হয়।

অফিসার ইন চার্জ কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে সমাজের ছোটখাটো সমস্যা সমাধান ও নীরব নারী নির্যাতন, ইভটিজিং, মাদকদ্রব্য, বাল্যবিবাহ ইত্যাদি বিষয় রোধকল্পে সহযোগীতা কামনা করেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য বিভিন্ন পন্থা সম্পর্কে সৃজনশীল দিক নির্দেশনা দেন।

আলোচনা শেষে ৬ষ্ঠ হতে ৯ম শ্রেণি পর্যন্ত ১ম স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদেরকে ‘কর্মমূখী শিক্ষা’ ও ‘ম্যানারিজম’ বই বিতরণ করেন।

Exit mobile version