parbattanews

বান্দরবানে করোনা ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু

বান্দরবানে করোনা ভাইরাসে পজেটিভ শনাক্ত হওয়ার ৪দিনের মাথায় মারা গেছেন রশীদা বেগম (৬৫) নামে এক নারী। বুধবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাসিন্দা এই নারী এর আগে উখিয়া শরণার্থী ক্যাম্পে নমুনা দেওয়ার পর গত ৬ জুন পজেটিভ হয়েছিলেন।

স্বাস্থ্য বিভাগ ও স্থানীয়রা জানায়, নিহত রশীদা বেগম (৬৫) গত শনিবার (৬জুন) করোনা ভাইরাসে আক্রান্ত পজিটিভ শনাক্ত হয়। ঘুমধুমের পাশ্ববর্তী কুতুপালং রোহিঙ্গা স্মরণার্থী স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে তিনি নমুনা পরীক্ষা করেছিলেন।

ঘুমধুম ইউনিয়নে আরেও ৪জন বাসিন্দা রোহিঙ্গা স্মরণার্থী স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে নমুনা পরীক্ষা করে পজিটিভ শনাক্ত হন।

বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি স্বাস্থ ও প: প: কর্মকর্তা ডা. আবু জাফর মো. ছলিম জানান, করোনায় ঘুমধুমের রশীদা বেগম নামে একজন নারী মারা গেছে। ক’দিন আগে তিনি কক্সাবাজারের মাধ্যমে নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছিলেন। তাই বান্দরবান স্বাস্থ্য বিভাগের শনাক্ত রোগীর তালিকায় নাম নেই।

উল্লেখ্য, বান্দরবানে রশীদা বেগমের আগে জেলা শহরের বনরুপা পাড়ায় টিএন্ডটি অফিসের কর্মচারী মো. শাহাজাহানের মৃত্যু হয়েছিল করোনা ভাইরাসে। মৃত্যুর পর করা রিপোর্টে তিনি পজিটিভ হয়েছিলেন।

Exit mobile version