parbattanews

বান্দরবানে কৃমিনাশক ঔষুধ খেয়ে ৬ শিশু অসুস্থ

নিজস্ব প্রতিনিধি: বান্দরবান:

বান্দরবানে কৃমিনাশক ঔষুধ খেয়ে ৬ জন অসুস্থ হয়ে পড়েছে। সোমবার বিকালে এ ঘটনা ঘটে।

স্বাস্থ্য বিভাগ ও স্থানীয়রা জানায়, জেলা শহরের বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সরকারি ভাবে শিশুদের বিনামুল্যে কৃমিনাশক ঔষুধ খাওয়ানো হয়।

এসময় কৃমি নাশক ঔষুধ খাওয়ার পর কয়েকজন ছাত্রী বমি করে এবং মাথা ঘুরে পড়ে যায়। খবর পেয়ে শিক্ষকরা ৬ শিশুকে সরকারি হাসপাতাল এবং ইমানুয়েল হাসপাতালে ভর্তি করেছে।

এরা হলেন-ষষ্ঠ শ্রেণীর তানজিনা আক্তার, শিউলী দাশ, আখি আক্তার এবং সপ্তম শ্রেণীর ছাত্রী কমলিকা রুদ্র’সহ আরো দুজন ছাত্রী। তবে দুজনের নাম জানা যায়নি।

বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্মৃতি কণা দে বলেন, কৃমি নাশক ঔষুধ খেয়ে বিদ্যালয়ের ৬ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনায় শিক্ষক, অভিভাবক এবং ছাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

এ ব্যাপারে সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. মাহতাব উদ্দিন চৌধুরী জানান, এই ধরনের ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। কৃমিনাশক ঔষধ খাওয়ার পরপরই অনেকের মধ্যে বমি বমি ও মাথা ঘুরানোর লক্ষন দেখা দেয়। এটি স্বাভাবিক ঘটনা। ডাক্তারের পরামর্শ মোতাবেক চিকিৎসা নিলে দ্রুত সুস্থ হয়ে উঠবে।

Exit mobile version