parbattanews

বান্দরবানে কোটি টাকা ব্যায়ে দুটি ধর্মীয় প্রতিষ্ঠানের ভবন উদ্বোধন

bandarban-eskon-pic-16-11

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবানে কোটি টাকা ব্যায়ে দুটি ধর্মীয় প্রতিষ্ঠানের নব নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। বুধবার পৌর এলাকার কালাঘাটা আম্রকানন গৌতম বিহার ও ইস্কন মন্দিরের ভবন উদ্বোধন করেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি।

এ সময় পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো.শহিদুল আলম, পার্বত্য আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি  দাশ, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল আজিজ জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস ও ফিলিপ্স ত্রিপুরা, নির্বাহী প্রকৌশলী মোহন চাকমা,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী এবং শহর আওয়ামী লীগ সভাপতি অমল কান্তি দাশ উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেন, মনের হিংসা দুর করে বুদ্ধের অহিংসা পরম ধর্ম এমন রীতিনীতিকে মেনে চলতে হবে। মৈত্রীর বন্ধনে আবদ্ধ হতে সবাইকে। নামেই শুধু বৌদ্ধ না হয়ে কাজেই প্রমান করতে হবে আমরাই শান্তির ধর্ম পালন করি।

জানা গেছে, পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ৭০ লাখ টাকা ব্যয়ে আম্রকানন গৌতম বিহার ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৪০ লাখ টাকা ব্যয়ে ইস্কন মন্দির ভবন ও ভক্তদের জন্য নিবাস ভবন নির্মিত হয়।

Exit mobile version