parbattanews

বান্দরবানে গৃহকর্মী নির্যাতনের ঘটনায় মানবাধিকার কর্মী গ্রেফতার

বান্দরবানে গৃহকর্মী শিশুকে নির্যাতনের অভিযোগে মানবাধিকার নেত্রী এড. সারাহ সুদিপা ইউনুছকে আটক করেছে পুলিশ। শনিবার (২৪ জুলাই) শহরের বনরূপা এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, বান্দরবানে মানবাধিকার নেত্রী সারাহর বাসায় শিশু গৃহকর্মী জয়নব আক্তার জহুরা (৯) কে নির্যাতনের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় প্রতিবেশী রওশানা আরা নামে এক নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

ওই মামলার প্রেক্ষিতে ভিকটিম শিশু জোহরা (৯) কে সেফ হোমে পাঠানোর নির্দেশ প্রদান করেন বান্দরবান আমলী আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইন এর আদালত।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সোহাগ রানা জানান, শিশু গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় দুইজন আসামির মধ্যে সারাহ সুদীপা ইউনুস (৪০) কে গ্রেফতার করা হয়েছে।

Exit mobile version