parbattanews

বান্দরবানে চলমান উন্নয়ন বজায় থাকবে: জেরী

বান্দরবান প্রতিনিধি:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে প্রার্থী হয়ে বান্দরবান সাংবাদিকের সাথে মতবিনিময় সভা করলেন সাচিংপ্রু জেরী।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ ঘটিকার সময় জেরীর দরবার হলে বান্দরবানে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রিক ও অনলাইন মিডিয়ার কর্মীদের সাথে মত বিনিময় করেছেন।

এসময় বিএনপির নেতা অধ্যাপক ওসমান গনি, নুশৈ প্রু, লুসাইমং, মুজিবুর রহমান, উম্মে কুলছুম সুলতানা লীনা, জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

মত বিনিময়কালে জেরী বলেন, নির্বাচন আইনের প্রতি শ্রদ্ধা রেখে নির্বাচন প্রচারণা করছি। বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও আত্ম কর্মসংস্থানের উপর জোড় দেয়া  হবে। প্রথম স্থানীয় সরকার পরিষদ চেয়ারম্যান থাকা কালে পাহাড়ি বাঙ্গালি মিলে প্রায় ছয়শ জনকে সরকারি চাকরির ব্যবস্থা করে দিয়েছি। সম্প্রীতি বজায় রেখেছি। বিএনপি সরকার ক্ষমতায় না আসায় এবং নিজেদের দলিয় কোন্দলের কারণে উন্নয়ন অব্যাহত রাখতে পারিনি।

তিনি আরও বলেন, বর্তমানে বান্দরবানে চলমান যে উন্নয়ন কাজ চলছে, সে কাজগুলো  সংযোজন করা হবে। চলমান উন্নয়নের কাজগুলো বাজায় রেখে বান্দরবানকে এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে সভায় জানানো হয়।

Exit mobile version