parbattanews

বান্দরবানে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান:
বান্দরবানে বাংলাদেশের প্রথম ডিজিটাল টিভি চ্যানেল “চ্যানেল আই’র” প্রতিষ্ঠাবার্ষিকী এক জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করেন বান্দরবান জেলা প্রশাসক কে. এম. তারিকুল ইসলাম।

চ্যানেল আই’র দর্শক ফোরামের সভাপতি মোঃ ইসলাম কোম্পানীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য, পৌর মেয়র মোহাম্মদ জাবেদ রেজা, জেলা পরিষদ সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা প্রেসক্লাব সভাপতি অধ্যাপক মোঃ ওসমান গণি, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাসিক চিম্বুক সম্পাদক মোঃ বাদশা মিঞা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মিনারুল হক, সিনিয়র সাংবদিক মনিরুল ইসলাম মনু, এইচ এম স¤্রাট, এম এ মালেক, আবুল বাশার সিদ্দিকী, সেলিম চৌধুরী, নুরুল কবির, সাফায়েত হোসেন, জমির উদ্দীন, মোঃ ইছা, চবাথুই মার্মাসহ বান্দরবানের ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার বিভিন্ন সংবাদকর্মী।

পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক কে. এম তারিকুল ইসলাম তার বক্তব্যে চ্যানেল আই’র কৃষি ভিত্তিক জনপ্রিয় অনুষ্ঠান হৃদয়ে মাটি ও মানুষ, ক্ষুদে গানরাজ, গ্রামীণফোন তৃতীয় মাত্রা এবং বস্তুনিষ্ঠ সংবাদের প্রসংশা করেন।

Exit mobile version