parbattanews

বান্দরবানে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Bandarban pic-22.1

নিজস্ব প্রতিবেদক:

নানা আয়োজনে বান্দরবানে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ছাত্র সমাবেশের আগে রবিবার স্থানীয় রাজার মাঠ থেকে বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে ছাত্র সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশের শুরুতে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অতিথিরা।

জেলা ছাত্রলীগের সভাপতি মো. কাউছার সোহাগের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মো. শফিকুর রহমান।

এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, সহ-সভাপতি এ কে এম জাহাঙ্গীর, মংক্যচিং চৌধুরী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস, ক্যসা প্রু, মোজাম্মেল হক বাহাদুর, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মানস কুমার দাশ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর অজিত কান্তি দাশ, পৌর কাউন্সিলর দিলীপ বড়ুয়া, হাবিবুর রহমান খোকন, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক সামশুল ইসলাম, জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. জহির উদ্দিন চৌধুরী বাবর, কলেজ ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল হোসেন বাবলু’সহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনি সুশীল।

সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে সমৃদ্ধশালী বিনির্মাণে ছাত্রলীগকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। গৌরব, অর্জন ঐতিহ্যের প্রতিষ্ঠার ৬৯তম বর্ষ অতিক্রম করছে। বর্তমান সরকারের দেশের উন্নয়নে সকল কর্মকাণ্ড আরও সুদূর প্রসারী করতে সকলকে একসাথে কাজ করতে হবে। বাংলাদেশ নির্মাণে ছাত্রলীগের পতাকা তলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তরা। ছাত্রলীগকে মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারন করে সরকারের উন্নয়নের বার্তা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।

Exit mobile version